ঢাকা, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়ন’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
‘বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়ন’  ...

চট্টগ্রাম: ৩১ দফার সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে অনেক কিছুরই মিল রয়েছে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কখনও ফ্যাসিবাদ আসতে পারবে না।

সবাইকে এক করে আমরা যদি লক্ষ্যে যেতে পারি, তাহলে বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ কখনও শাসন করতে পারবে না।  

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় ধনিয়ালাপাড়ায় ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড উত্তর দক্ষিণ পশ্চিম ধনিয়ালাপাড়া, চান মিয়া বিল ইউনিট বিএনপির উদ্যোগে তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা, ঈদ পুনর্মিলন ও নববর্ষ উপলক্ষে সভায় সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির টার্গেট একটা সুন্দর বাংলাদেশ। আগামীর বাংলাদেশটা যেন এই প্রজন্মের জন্য সুন্দর হয়। তারেক রহমানের নির্দেশনায় রয়েছে ‘মানুষকে কষ্ট দিয়ে নয়। বরং মানুষের ভালোবাসায় নিজেদের সম্পৃক্ত করতে হবে’। চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাটের রাজনীতি বিএনপিতে চলবে না। শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর এদেশের মানুষকে কষ্ট দিয়েছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়ন।  

‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা যুগের পর যুগ চলবে। তাই বলে কি নির্বাচন হবে না? সংস্কার সংস্কারের মতো চলবে, কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। কারণ জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না। নির্বাচন দীর্ঘায়িত হলে স্বৈরাচার মাথাচারা দিয়ে উঠবে।  দলের মধ্যে কোনো গ্রুপিং চলবে না। যদি কেউ গ্রুপিং করতে চায় তাহলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে।  

বিএনপি নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিএনপি নেতা সিরাজুল মোস্তফা ও যুবদল নেতা ফারুক। বিশেষ অতিথির বক্তব্য দেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল, বিএনপি নেতা রফিক মেম্বার, আব্দুল হালিম।  

বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল আজিম, আকবর কবির ডিউক, রফিকুল আলম, এ এস এম নাসির, আনু নিয়া বাবুল,  আব্দুল আজিম, হাজী মো. ইসমাইল, শাহজাহান, শেখ মনির বাবুল, আব্দুল নূর, নেজামত আলী সরদার, হাজী মোহাম্মদ আলী সরদার, হাজী ইয়াসিন, মোহাম্মদ বারেক, মোহাম্মদ তারেক, মো. আলমগীর,  মো. নাসির, কামাল, তাহের, নাছের, বক্কর, অ্যাডভোকেট আরিফ মঈনুদ্দীন, অ্যাডভোকেট আলমগীর, মো. শাহজাহান, লোকমান, আবুল কালাম আবু, আজিজুর রহমান ভুলু, মান্নান, মো. ইব্রাহীম, আবু নাছের, ইসারাত, সিরাজ ছিদ্দিকী, সুলতান আহমেদ, মো. ইসলাম, যুবদল নেতা মো. ইফাজ খান, মেহেদী হাসান রুবেল, আলমগীর, বাপ্পী, মুরাদ, মো. জনি, জসিম, মানিক গাজী, আজিজ, মাসুদ রানা, দেলোয়ার, সুমন, মাহবুব, হাসমত, মনির আহমদ, আইয়ুব, হাসান, জাহেদ, ইসমাইল, শাহীন, ডবলমুরিং থানা জাসাসের আহ্বায়ক বিপলু, সদস্য তানভীর, হাসান, মহিলা দল নেত্রী নার্গিস আক্তার, মনোয়ারা, নুর জাহান, পাখি আক্তার, মমতাজ বেগম, সোনিয়া আক্তার, ছেনোয়ারা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।