চট্টগ্রাম: নাগরিক কমিটির উদ্যোগে চট্টগ্রামের প্রাণপুরুষ আবদুল্লাহ আল নোমানের স্মরণসভা আগামী ২ জুন বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
স্মরণসভা সফল করতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নসরুল কদিরকে আহবায়ক ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজকে সদস্যসচিব ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচিকে প্রধান সমন্বয়কারী করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে আছেন ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডা. জসিম উদ্দিন, ডা. আব্বাস উদ্দীন, সাথী উদয় কুসুম বড়ুয়া, ডা. কামরুন নাহার দস্তগীর, সিনিয়র সাংবাদিক মুস্তফা নঈম, সাইফুল ইসলা শিল্পী, মজুমদার নাজিম উদ্দিন, কামরুল হুদা, হাসান মুকুল, সোহাগ কুমার বিশ্বাস, মুহাম্মদ আজাদ, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, মনজারে আলম, সুমন, রফিকুন নবী, কামরুজ্জামান হাসান, ডা. সরোয়ার আলম, ডা. মেহেদী হাসান, রোটারিয়ান জসীম উদ্দীন, জসিম ফিরোজ, অ্যাডভোকেট মো. আলাউদ্দীন, জালাল আহমেদ পারভেজ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মোমেন, বিএনপি নেতা আলী আব্বাস, লায়ন সালাহউদ্দিন আলী, তানভীর সোহেল, দিলসাদ আহমেদ, জিএমআইটির চেয়ারম্যান মো. কায়েস চৌধুরী, সাংবাদিক মো. রাসেল, এটিএম তোহা, শিক্ষক নেতা আব্দুল হক প্রমুখ।
এআর/টিসি