ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, আগস্ট ৩০, ২০২৫
চট্টগ্রামে সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ঢাকায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সমর্থকরা।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেইট মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা।

এসময় টায়ার জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। গণ অধিকার পরিষদের সঙ্গে যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাও বিক্ষোভে যোগ দেন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের পর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রামের ২ নম্বর গেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেন পরিষদের নেতা-কর্মীরা।  

শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আহত নুরুল হক নুরের ছবি সম্বলিত ব্যানার হাতে নিয়ে বেশ কয়েকজন যুবক সড়কে অবস্থান নিয়েছেন। এসময় তারা স্লোগান দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সজাগ আছি। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।