চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, খেলাধুলা মানুষকে শৃঙ্খলা শিক্ষা দেয়। খেলাধুলার সঙ্গে জড়িতরা কখনো সন্ত্রাস ও অন্যায়কে প্রশ্রয় দেয় না।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফটিকছড়ি লেলাং রায়পুরে প্রফেসর জয়নাল আবেদীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার আশরাফুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা আন্তর্জাতিক নানা পুরস্কার ছিনিয়ে আনছে।
সরওয়ার আলমগীর বলেন, সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার উঠেছে। একারণে একটি গোষ্ঠী নানা অজুহাত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে কিন্তু কোনো ষড়যন্ত্রই কাজ হবে না। ধানের শীষের জোয়ারে ভেসে যাবে নির্বাচনবিরোধীরা।
তিনি বলেন, পিআর এর কথা বলে একটি গোষ্ঠী চায় নির্বাচন না হোক, কারণ তারা মধু খাচ্ছে। এ মধু আর বেশিদিন খাওয়া যাবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। দেশের জনগণ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে উম্মুখ হয়ে আছে। বিশেষ করে তরুণরা প্রথম ভোট দেবে ধানের শীষে। তাই আমরা বলছি, তরুণদের প্রথম ভোট হোক ধানের শীষের পক্ষে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, হাফেজ জয়নাল আবেদীন, ফরিদুল আলম, শাহারিয়ার চৌধুরী, নূরুল হুদা, মোস্তফা কামাল, জাবেদ হোসেন এরশাদ, মামুন সরোয়ার, ওহিদুল ইসলাম গনি, মোজাহারুল ইকবাল লাভলু, নাফিজ বেলাল। বক্তব্য রাখেন মহিন উদ্দিন, গিয়াস, ওসমান, তৌফিক, প্রমুখ।
পিডি/টিসি