চট্টগ্রাম: ফটিকছড়ির বাসচাপায় প্রাণ হারিয়েছেন তুলসী দেবী (৫৫) নামে এক গৃহবধূ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে দরবার কমিউনিটি সেন্টারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তুলসী দেবি উপজেলার খিরাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাথপাড়ার মৃত পরিমল নাথের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দরবারমুখী একটি দ্রুতগামী বাস মহিলাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ছেলে মিন্টু নাথ বলেন, ঘটনাস্থলের পাশে আমি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকি। আমার মা বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
অন্য এক প্রত্যক্ষদর্শী কায়েম আব্দুল্লাহ জানান, দরবার থেকে জেয়ারত শেষে বাইক চালিয়ে ফিরছিলাম। হঠাৎ কমিউনিটি সেন্টারের সামনে দ্রুতগামী বাসটি মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
পিডি/টিসি