ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৪৪ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, সেপ্টেম্বর ২৫, ২০২৫
৪৪ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতা আটক গাঁজাসহ আটক দুই মাদকবিক্রেতা

চট্টগ্রাম: পটিয়া উপজেলা থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর সদস্যরা।  

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে মুন্সেফ বাজার কালী মন্দির এলাকার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণের রঘুপুর এলাকার মো. রনি (৩৮) ও চৌদ্দগ্রামের নাটাপাড়া এলাকার মো. কামাল (৩৭)।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি পিকআপভ্যানে করে মাদকদ্রব্য পাচার করার গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র‌্যাব সদস্যরা।

রাত পৌনে ১১টার দিকে কক্সবাজারগামী নীল রঙের একটি ফ্রিডম পিকআপভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের নাম-ঠিকানা জানতে চাওয়া হয়। তারা এলোমেলো উত্তর দেওয়ায় আরও জিজ্ঞাসাবাদে স্বীকার করেন- তাদের গাড়ির কাঁচা সবজির নিচে গাঁজা রয়েছে। পরে পিকআপভ্যানের পেছনে রাখা ট্রিপলের নিচ থেকে তিনটি পাটের বস্তায় ভরা মোট ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়।  

আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গাঁজা খুচরা ও পাইকারি বিক্রি করছিলেন। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তারদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।