চট্টগ্রাম: পটিয়া উপজেলা থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর সদস্যরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে মুন্সেফ বাজার কালী মন্দির এলাকার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণের রঘুপুর এলাকার মো. রনি (৩৮) ও চৌদ্দগ্রামের নাটাপাড়া এলাকার মো. কামাল (৩৭)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি পিকআপভ্যানে করে মাদকদ্রব্য পাচার করার গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব সদস্যরা।
আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গাঁজা খুচরা ও পাইকারি বিক্রি করছিলেন। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তারদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এমআই/টিসি