ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র শাহাদাতের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, সেপ্টেম্বর ২৮, ২০২৫
আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র শাহাদাতের ...

চট্টগ্রাম: আইনের শাসন প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের উদ্যোগে আইনজীবী অডিটরিয়ামে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রেখে আমাদের সকলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সব সম্প্রদায়ের মানুষের আইনি অধিকার রয়েছে। এক্ষেত্রে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলে আমরা একটি নিরাপদ নগরী গড়ে তুলতে পারব। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার জন্য আমাদের কাজ করতে হবে। মানবসেবার ব্রত গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হতে হবে। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী। চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের নবনির্বাচিত সভাপতি মধুসূদন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন কুমার দে সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী রফিক আহমদ, জিয়া হাবীব আহসান, দিনমনি দে, শংকর প্রসাদ দে, তুষার সিংহ হাজারী, সমীর দাশগুপ্ত, মহানগর পিপি মো. মফিজুল হক ভূঁইয়া, ভিপি কৌশুলী মোহাম্মদ কাসেম চৌধুরী, পরিষদের সাবেক সভাপতি নিতাই প্রসাদ ঘোষ, লিটন কান্তি গুহ, সাবেক সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস, উত্তম দত্ত প্রমুখ।

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।