চট্টগ্রাম: ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
ফেসবুকের নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ওই ফেসবুক পোস্টে তিনি লেখেন, ইসলামি ব্যাংকে কর্মরত ৫৫০০ জন কর্মকর্তা প্রহসনমূলক পরীক্ষার মাধ্যমে Probationary Officer থেকে নাই হয়ে গেছে! মানে ৫৫০০টি পরিবারের খাবার প্লেট মুহুর্তের মধ্যে কেড়ে নেওয়া হলো!! ভাবতে অবাক লাগছে তাই-না? হ্যাঁ, এটাই সত্যি।
একটু আগে ইসলামি ব্যাংকে কর্মরত এক ভাই কল দিয়ে জানালো ওনার পরীক্ষার হল পড়েছিল 'উদয়ন উচ্চ বিদ্যালয়, ঢাবি ক্যাম্পাস' কিন্তু তিনি পরীক্ষা দিতে যান নাই।
অনেকে এমন আছেন যিনি বর্তমানে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আবার অনেকে নতুন বিয়ে করেছে, কারো বা সন্তান সদ্য ভূমিষ্ট হয়েছে!!
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে এমন জোর-জবরদস্তিমূলক পরীক্ষা চাপিয়ে দিয়েছে একটা গোষ্ঠী। শুধু তাই-না অলরেডি উচ্চ পদস্থ কর্মকর্তাকে জিম্মি করে নিজেদের ডাবল পদোন্নতি নিয়ে ফেলেছে!!
কোনো রকম কিন্তু ছাড়া ইসলামি ব্যাংকের মজলুম ভাইদের সাথে আছি।
প্রসঙ্গত, চাকরিচ্যুত কর্মীদের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলাসহ দেশের নানা অঞ্চলের লোকজন রয়েছেন।
এদিকে শনিবারও সীতাকুণ্ডে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডি থাকা কর্মীরা। এ সময় অবরোধকারীরা তাঁদের চাকরিতে পুনর্বহালসহ ছয় দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান।
পিডি/টিসি