ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের ওরিয়েন্টেশন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, অক্টোবর ১৯, ২০২৫
স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের ওরিয়েন্টেশন ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের সহচর রোভার স্কাউটদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন স্কাউট গ্রুপের উপদেষ্টা সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চল সম্পাদক এস এম শাহে নেওয়াজ আলী মির্জা।  

স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি দিগন্ত নাগের সভাপতিত্বে ও সৈয়দ আসিফ মাহমুদের সঞ্চালনায় প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন সিআরসিডি মুক্ত স্কাউট গ্রুপ সম্পাদক মোহাম্মদ এনাম।

 বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক ফারুক ইসলাম, বোরহান উদ্দিন বাবলু, ফাতেমা আক্তার, সৈয়দা তাহমিনা আখতার, সোহাইল ওয়ারেসী, লাবীব মোহাম্মদ ত্বকী, তনয় রুদ্র, রোকন ওয়ারেসী, আবু জাহেদ, মো. জাহাঙ্গীর, নুর হোসেন।  

উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, মো. আবু কাইয়ুম, রিমেল বড়ুয়া, অভিজিৎ, পারভেজ সরকার, জাহেদ মিয়া, হৃদিতা শীল, সুদীপ্ত দাশ, আবিদা সুলতানা, পারদীন হোসেন প্রমুখ।

স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট লিডার পাভেল মহাজন পিআরএস অর্জন করায় তাকে গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।