ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নার্সিং কলেজের শিক্ষিকাকে কুপিয়ে খুনের চেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, জানুয়ারি ১০, ২০১৫
নার্সিং কলেজের শিক্ষিকাকে কুপিয়ে খুনের চেষ্টা ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম সরকারি নার্সিং কলেজের জ্যেষ্ঠ্য শিক্ষিকা অঞ্জলী দেবীকে (৫০) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



শনিবার সকাল পৌনে ১০টার দিকে নগরীর পাঁচলাইশ থানার চকবাজার তেলিপট্টি মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বাংলানিউজকে জানান, কলেজে যাবার জন্য তেলিপট্টি মোড়ে বাসা থেকে বের হয়ে কিছুদূর হেঁটে আসেন অঞ্জলী দেবী।
রিক্সার জন্য অপেক্ষমাণ থাকা অবস্থায় আকস্মিকভাবে কয়েকজন যুবক এসে তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়।

এসময় স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় অঞ্জলীকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এস আই জহির উদ্দিন বাংলানিউজকে বলেন, অঞ্জলী দেবীকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বাংলানিউজকে বলেন, অঞ্জলী দেবীর কাছে মোবাইল, টাকাপয়সা ছিল। দুর্বৃত্তরা কিছুই নেয়নি। কি কারণে তাকে কোপানো হয়েছে সে বিষয়ে আমরা এখনও কিছুই জানিনা। পারিবারিক কিংবা কর্মস্থলে কোন বিরোধ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।