ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আশ্রয়কেন্দ্র পালানো বাক প্রতিবন্ধী তরুণী উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
আশ্রয়কেন্দ্র পালানো বাক প্রতিবন্ধী তরুণী উদ্ধার ইয়াসমিন

চট্টগ্রাম: সমাজসেবা অধিদপ্তরের একটি আশ্রয়কেন্দ্র থেকে পালানো বাক প্রতিবন্ধী এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১২টার দিকে নগরীর প্রবেশপথ বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াসমিন (১৬) নামে ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।



পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর ইয়াসমিনকে নগরীর রাস্তায় কুড়িয়ে পায় কোতয়ালি থানা পুলিশ। পরে তাকে সমাজসেবা অধিদপ্তরের আশ্রয়কেন্দ্র নগরীর হিলভিউ আবাসিক এলাকার শেখ রাসেল ঝুঁকিপূর্ণ শিশুকেন্দ্রে পাঠানো হয়।


শিশুকেন্দ্রের আউটলিস্ট ওয়ার্কার নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে ইয়াসমিন হাউস মাদারের রুমে ঢুকে চাবি দিয়ে ছাদের দরজা খুলে। এরপর ছাদের সঙ্গে থাকা গাছ বেয়ে নিচে নামে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলানিউজকে জানান, শাহ আমানত সেতু এলাকায় এএসআই কামালের নেতৃত্বে দায়িত্বরত পুলিশ সদস্যরা ইয়াসমিনকে খুঁজে পান। পরে তাকে বাকলিয়া থানায় নেয়া হয়।

জিজ্ঞাসাবাদে তার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার পর শনিবার সকালে ইয়াসমিনকে আশ্রয়কেন্দ্রে ফেরত দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৪২ঘণ্টা, জানুয়ারি ১০,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।