ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী খুনের তদন্তে মাঠে ডিবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, জানুয়ারি ১০, ২০১৫
নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী খুনের তদন্তে মাঠে ডিবি

চট্টগ্রাম: চট্টগ্রাম সরকারি নার্সিং কলেজের জ্যেষ্ঠ্য শিক্ষিকা অঞ্জলী দেবী (৫০) খুনের ঘটনা তদন্তে মাঠে নেমেছে নগর গোয়েন্দা পুলিশ।

শনিবার সকালে এ খুনের ঘটনা ঘটেছে।

দুপুর থেকে নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম ঘটনা তদন্তে মাঠে কাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্তে নেমে নগর গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রত্যক্ষদর্শী তিনজনের বক্তব্য নিয়েছেন।
এছাড়া অঞ্জলী দেবীর বাসার মালিক এবং প্রহরীকেও জিজ্ঞাসাবাদ করেছেন তারা। ‍অঞ্জলীর মোবাইল ফোনের কললিস্টও চেক করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, তদন্ত শুরু করেছি। খুনের বেশকিছু সম্ভাব্য কারণ মাথায় রেখে তদন্তে এগিয়ে যাচ্ছি। তবে সুনির্দিষ্ট কোন ক্লু এখনও আমরা পাইনি।

নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাদের ফেসবুক পেইজের মাধ্যমে খুনের তদন্তে সহযোগিতা চাওয়া হয়েছে।

এদিকে অঞ্জলীর স্বামী ডা.রাজেন্দ্র চৌধুরী বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মহিউদ্দিন মাহমুদ।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে নগরীর পাঁচলাইশ থানার চকবাজার তেলিপট্টি মোড় এলাকায় দুর্বৃত্তরা অঞ্জলী দেবীকে কুপিয়ে গুরুতর আহত করে। সকাল ১১টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

** নার্সিং কলেজের শিক্ষিকাকে কুপিয়ে খুনের চেষ্টা
** দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত শিক্ষিকার মৃত্যু

নার্সিং কলেজের শিক্ষিকাকে কুপিয়ে খুনের চেষ্টা

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।