ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে আ’লীগের জাফর উল্লাহ জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, ডিসেম্বর ৩০, ২০১৫
সন্দ্বীপে আ’লীগের জাফর উল্লাহ জয়ী জাফর উল্লাহ

চট্টগ্রাম: সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের জাফর উল্লাহ বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছে।

তিনি পেয়েছেন ২০ হাজার ৬৯০ ভোট।

  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আসমত উল্লাহ বাহাদুর পেয়েছেন ৪৬৪ ভোট।

সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাহিদ হোসেন বাংলানিউজকে বলেন, ‘সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে মোট ২৭ হাজার ৮১০জন ভোটারের মধ্যে  ২১ হাজার ৩৫২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।


এর মধ্যে ১৫৮টি ভোট নষ্ট হয়েছে। ২০ হাজার ৬৯০ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী জাফর উল্লাহ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।