চট্টগ্রাম: ‘নতুন বইয়ের যত্ন নিও, আদ্যোপান্ত পড়িও। শুধু পরীক্ষা পাসের জন্য পড়লে হবে না।
বছরের প্রথমদিন শুক্রবার সকালে নতুন পাঠ্যবই নিতে আসা শিশু-কিশোর শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
তিনি বলেন, সবাই নতুন বই পড়তে চায়। নতুন বই ভালো। পুরনো বই কারও পছন্দ না। আমরা ছোটবেলায় নতুন বই পেতাম না। পেতাম পুরনো বই। বিশ্বের সব দেশে নতুন বই দেওয়া হয় না। ভারতে শুধু দরিদ্রদের নতুন বই দেয়। আমাদের দেশে সরকার সবাইকে নতুন বই দেয়।
নাসিরাবাদের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, মিউনিসিপ্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক। লাল-সবুজ ফিতা দিয়ে বাধা নতুন বইয়ের সেট হাতে উল্লাসে মেতে ওঠে শিশুরা।
চারটি স্কুলেই জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. দৌলতুজ্জামান খান। প্রথম দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা। শেষের দুটি প্রতিষ্ঠানে ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা।
দৌলতুজ্জামান খান বাংলানিউজকে বলেন, চট্টগ্রামে এবার মাধ্যমিক পর্যায়ে (মাদ্রাসাসহ) ১ কোটি ২৪ লাখ ১৮ হাজার এবং প্রাথমিক পর্যায়ে ৫১ লাখের বেশি নতুন বই দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এআর/আইএসএ/টিসি