চট্টগ্রাম: ফটিকছড়ির লেলাং ইউনিয়নে মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোপালঘাটা গ্রামের আবদুল মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বজনদের দাবি, মোহাম্মদ আলী গোয়াল ঘরে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশকে না জানিয়ে তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মৃতের ছেলে নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিলেও পরে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ জানান, লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৃদ্ধের ছেলে অসংলগ্ন কথা বলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।
এমআর/টিসি/জেএইচ