ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জমির সীমানা নিয়ে বিরোধের জেরে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, সেপ্টেম্বর ৭, ২০২৫
জমির সীমানা নিয়ে বিরোধের জেরে যুবক খুন

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে আহত নুরুল কবির (৩৯) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।  

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

নিহত নুরুল কবির, একই উপজেলার এওচিয়া ইউনিয়নের দেউদিঘী ছড়ারকুল এলাকার মৃত আমির আলীর ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, প্রতিবেশীরা শনিবার দুপুরে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় নুরুল কবির ও তার পরিবারের সদস্যরা।

দুই পক্ষের মধ্যে শনিবার বিকেলে পাচঁটার দিকে কথাকাটিতে মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে নুরুল কবিরকে কুপিয়ে আহত করে। এসময় তার পরিবারের কয়েকজন সদস্যও আহত হন। আহত নুরুল কবিরকে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নুরুল কবির পেশায় দিনমজুর ছিলেন বলে জানা গেছে।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর মোহাম্মদ সুদীপ্ত রেজা বলেন, সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে নুরুল কবিরের পরিবারের সঙ্গে প্রতিবেশী পরিবারটির ঝগড়া হয়। এসময় প্রতিবেশীরা তাকে কুপিয়ে জখম করে। রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কিবর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নুরুল কবিরের চাচাতো ভাই বাদী হয়ে  একটি হত্যা মামলা করেছেন।  

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।