চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চয়েস বাসের ধাক্কায় মহিবুল ইসলাম মুহিদ (১৭) নামে এক বাইসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাছবাড়িয়া সরকারি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে বলেন, চয়েস বাসের ধাক্কায় ২ জন বাইসাইকেল আরোহী আহত হয়।
স্থানীয়রা জানান, একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা বাসটি আটক করে ভাঙচুর করে ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এমআই/পিডি/টিসি