ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, সেপ্টেম্বর ২৮, ২০২৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় কিশোর নিহত

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চয়েস বাসের ধাক্কায় মহিবুল ইসলাম মুহিদ (১৭) নামে এক বাইসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।  

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাছবাড়িয়া সরকারি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত অপর সাইকেল আরোহী হলেন, মো. তুষার (১৮)।  

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে বলেন, চয়েস বাসের ধাক্কায় ২ জন বাইসাইকেল আরোহী আহত হয়।

তার মধ্যে মুহিদ নামে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। অপরজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

স্থানীয়রা জানান, একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা বাসটি আটক করে ভাঙচুর করে ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।