ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে লোহার ওয়ার্কশপে বিস্ফোরণে দগ্ধ ৮ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২১, সেপ্টেম্বর ২৭, ২০২৫
চট্টগ্রামে লোহার ওয়ার্কশপে বিস্ফোরণে দগ্ধ ৮ জন ওয়ার্কশপে বিস্ফোরণে দগ্ধ ৮ জন

চট্টগ্রাম নগরের সাগরিকা রোড এলাকায় একটি লোহার ওয়ার্কশপে বিস্ফোরণে ৮ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড়তলী থানার সাগরিকা এলাকার রফিক সওদাগরের ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন, মো. আব্দুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান বয়স (৬০), জামাল হোসেন (৩৮), মো.রাসেল (২৮), মো. বাহার উদ্দিন (৪৫)।

জানা গেছে,  রফিক সওদাগরের ওয়ার্কশপে লোহার জগ গরম করার সময় এ বিস্ফোরণ ঘটে।

এতে ৮ জন দগ্ধ হয়। পরে স্থানীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে জানান, দগ্ধ ৮ জনকে হাসপাতালে আনা হলে তাদের বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করানো হয়।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ