ঢাকা, সোমবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শ্রমিকের ছদ্মবেশে হত্যা মামলার আসামি, জনতার হাতে ধরা

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, সেপ্টেম্বর ২৮, ২০২৫
শ্রমিকের ছদ্মবেশে হত্যা মামলার আসামি, জনতার হাতে ধরা ইলিয়াস

চট্টগ্রাম: ফটিকছড়ির কাঞ্চননগরে আলোচিত কিশোর রিহান উদ্দিন মাহিন হত্যা মামলার পলাতক আসামি ইলিয়াস (৫০)-কে আটক করেছে স্থানীয়রা।  

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ি পৌরসভার চৌমুহনী এলাকায় ছদ্মবেশে গাড়িতে শ্রমিকের কাজ করার সময় তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন স্থানীয়রা।

পরে নিহত মাহিনের বাবা লোকমান ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।  

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ইলিয়াসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, রোববার তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ফটিকছড়ির কাঞ্চননগরে গুজব ছড়িয়ে স্থানীয়দের উত্তেজিত করে কিশোর রিহান উদ্দিন মাহিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা লোকমান উদ্দিন বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইলিয়াসসহ মামলায় একাধিক আসামিকে গ্রেপ্তার করা হলেও মূল হোতা মাষ্টার নাজিম, মহিউদ্দিন, তৈয়ব এখনো ধরা ছোঁয়ার বাইরে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।