চট্টগ্রাম: বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বোম্বেওয়ালার দোকান হিসেবে একনামে পরিচিত এনায়েত বাজার মোড়ের রয়েল বাংলা সুইটস। হালিম, হালুয়া, জিলাপি আর মিষ্টান্নের জন্য ব্যাপক পরিচিতি এ প্রতিষ্ঠানের।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে সোমবার এ জরিমানা করা হয়। নগর পুলিশের সহায়তায় অভিযানটি এখনো চলছে।
ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বাংলানিউজকে বলেন, রয়েল সুইটমিটে ‘রয়েল বাংলা লাচ্ছা সেমাই’য়ে আমরা নয় ধরনের মোড়কজাত পণ্য পেয়েছি যেগুলোর উৎপাদনের তারিখ ও মেয়াদ লেখা নেই। কিন্তু মুদ্রিত আছে ‘উৎপাদনের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত’ মেয়াদ। কিছু মোড়কজাত পণ্য পেয়েছি যেগুলোর উৎপাদনের তারিখ লেখা হয়েছে ‘ডিসেম্বর ২০১৬’।
তিনি জানান, রয়েল বাংলা সুইটস ও ইকবাল সুইটসকে নোংরা পরিবেশ এবং মিষ্টান্নের ওপর মরা পোকা-মাকড়, মাছি ও তেলাপোকা পাওয়ায় ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে পাওয়া মিষ্টিগুলো জব্দ করে নালায় ফেলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এআর/আইএসএ/টিসি