চট্টগ্রাম : মহান বিজয় দিবস উপলক্ষে নগরীতে সমাবেশ ও বিজয় র্যালি বের করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। শুক্রবার (১৬ ডিসেম্বর) দলীয় নাছিমন ভবনের নুর আহাম্মদ সড়কে সমাবেশের পরে বিজয় র্যালি বের করে তারা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন।
সংক্ষিপ্ত সমাবেশে ডা.শাহাদাত হোসেন বলেন, ‘১৬ই ডিসেম্বর দিনটি আমাদের গর্বের, অহংকারের এবং বিজয়ের।
সমাবেশ শেষে একটি বিজয়ী র্যালি নুর আহাম্মদ সড়ক হয়ে লাভ লেইন, এনায়েত বাজার, বাতালী রোড ও বিআরটিসি হয়ে কদমতলী গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও সাবেক কমিশনার সামশুল আলম, মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, এস এম সাইফুল আলম, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, ইস্কান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর আলম দুলাল, ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি, কাউন্সিলর আবুল হাসেম, শামশুল আলম, বাবু পিংকু দাশ, কামরুল ইসলাম, সিহাব উদ্দীন মুবিন, গাজী সিরাজুল্লাহ, বেলায়ত হোসেন বুলু, হাজী নবাব খাঁন, ইছাক চৌধুরী আলিম, আলী আব্বাস খাঁন, হানিফ সওদাগর, ফরিদুল আলম, সালাউদ্দীন, আলাউদ্দীন আলী, হাজী বাবুল হক, সৈয়দ সেহাব উদ্দীন, মোহাম্মদ মহসীন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১৬ ডিসেম্বর ২০১৬
জেইউ/টিসি