চট্টগ্রাম: পাকিস্তানি হানাদার বাহিনীর পুঁতে রাখা মাইন অপসারণ করতে গিয়ে বিস্ফোরণে নিহত ইউ ভি রেডকিনের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত রাশিয়ার সশস্ত্রবাহিনীর সদস্যরা। রেডকিন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনীর নাবিক ছিলেন।
শনিবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামে নেভাল একাডেমিতে রেডকিনের স্মৃতিস্তম্ভে তারা ফুল দেন।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলে ছিলেন কজুরিন ভিক্টর পাভলভিচ, কারামিশেভ ভ্লাদিমির আলেকজান্দ্রোভিচ, সুকানিন আলেকজান্ডার কুজমিক, কলোসকভ নিকোলে নিললায়েভিচ।
এসময় বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রামের এরিয়া কমান্ডার কমডোর এম আবু উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধে বিজয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহ্বানে সাড়া দিয়ে সোভিয়েত সরকার চট্টগ্রাম বন্দরে ডুবে থাকা নৌযান উদ্ধার ও পাকিস্তানিদের পুঁতে রাখা মাইন অপসারণে নৌবাহিনীর একটি টিম পাঠায়।
মাইন উদ্ধার করতে গিয়ে ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর রেডকিন বিস্ফোরণে প্রাণ হারান।
দুই দেশের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই বিদেশি নাবিককে বন্দরের মোহনার কাছে কর্ণফুলী নদীর তীরেই সমাহিত করা হয়। সেখানে পরে নির্মাণ করা হয় একটি স্মৃতিস্তম্ভ যা রেডকিনের সমাধি হিসেবে পরিচিত।
বাংলাদেশ সময়: ১৯৫৪ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
আরডিজি/টিসি