চট্টগ্রাম প্রতিদিন
পেকুয়ায় সুচিন্তা বাংলাদেশের বিজয় র্যালি
স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কক্সবাজারের পেকুয়া উপজেলা সুচিন্তা বাংলাদেশের উদ্যোগে বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাড়ে তিনটায় পেকুয়া বাজারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জাতীয় পতাকা হাতে বিজয় র্যালিটি বের হয়ে পেকুয়া চৌমুহনী চত্ত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
চট্টগ্রাম: কক্সবাজারের পেকুয়া উপজেলা সুচিন্তা বাংলাদেশের উদ্যোগে বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাড়ে তিনটায় পেকুয়া বাজারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জাতীয় পতাকা হাতে বিজয় র্যালিটি বের হয়ে পেকুয়া চৌমুহনী চত্ত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এবং সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম সজিব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ড. আশরাফুল ইসলাম সজিব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশে রূপ নিচ্ছে। দেশকে দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। সেই লক্ষে নেতাকর্মীদের পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য বোখারী আজম, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন বাহাদুর, সাধারণ সম্পাদক এহতেশামুল হক, পেকুয়া উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাকিরুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. হাসেম, পেকুয়া উপজেলা সুচিন্তা বাংলাদেশের সাবেক আহবায়ক এইচ এম রাশেদুল কবির, পেকুয়া সদর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, বারবাকিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম, মগনামা ইউপি মেম্বার মো. আলমগীর, পেকুয়া সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন খোকা, বাবুল, আবুল হাশেম, উপজেলা ছাত্রলীগের মো. শওকত, আমিনুর রশিদ, মো. জাকারিয়া, পারভেজ উদ্দিন নিশান, আবদুর রহমান জয়, আরিফুল ইসলাম, টৈটং ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক রবিউল আলম প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।