ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিগারেট আটক

কাদেনা স্পোর্টসওয়্যার জড়িত নয়, দাবি কর্তৃপক্ষের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
কাদেনা স্পোর্টসওয়্যার জড়িত নয়, দাবি কর্তৃপক্ষের

বন্ড সুবিধার অপব্যবহার করে চট্টগ্রাম বন্দরে আনা ১৩ কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ আটক সিগারেটের চালানটি আমদানি করেনি বলে দাবি করেছে কুমিল্লা ইপিজেড’র কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ।

চট্টগ্রাম: বন্ড সুবিধার অপব্যবহার করে চট্টগ্রাম বন্দরে আনা ১৩ কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ আটক সিগারেটের চালানটি আমদানি করেনি বলে দাবি করেছে কুমিল্লা ইপিজেড’র কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ।

তাদের দাবি, প্রতিষ্ঠানের নাম ও বিজনেস আইডেনটিফিকেশন নাম্বার(বিন) নাম্বার ব্যবহার করে কোন একটি জালিয়াত চক্র চালানটি আমদানি করেছে।

চালানটি আমদানির ক্ষেত্রে যে আইপি নাম্বার ও বিল অফ লেডিং ব্যবহার করা হয়েছে সেটিও ওই প্রতিষ্ঠানের নয়।

কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেড’র পরিচালক মোহাম্মদ আবদুল মাজেদ বাংলানিউজকে বলেন, আমাদের প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রফতানি করে।

কিন্তু যে চালানটি আটক করা হয়েছে সেটি আমাদের নয়। আমাদের প্রতিষ্ঠানের নাম ও বিল অফ লেডিং ব্যবহার করেছে।

গত ১৪ ডিসেম্বর বিল অব এন্ট্রি (সি-২৩৫০২৬) দাখিল করে পণ্য খালাসের দায়িত্বে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান সারাসিন কর্পোরেশনের সঙ্গে কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেড’র ব্যবসায়ীক কোন সম্পর্ক নেই দাবি করে তিনি বলেন, সিএন্ডএফ প্রতিষ্ঠান এ জালিয়াতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের করবো।

কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেড নামে কুমিল্লা ইপিজেড’র একটি প্রতিষ্ঠান চায়না থেকে বোতাম ও ট্যাগসহ বিভিন্ন পণ্য ঘোষণা দেয়। গত ১৪ ডিসেম্বর বিল অব এন্ট্রি (সি-২৩৫০২৬) দাখিল করে পণ্য খালাসের দায়িত্বে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান সারাসিন কর্পোরেশন।

গত সপ্তাহে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি খালাস পর্যায়ে স্থগিত করা হয়। রোববার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে চালানটির কায়িক পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হয় কাস্টমস কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২২০৭ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।