ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অভিযানে গিয়ে চাল বিক্রেতাদের বাধার মুখে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
অভিযানে গিয়ে চাল বিক্রেতাদের বাধার মুখে ভ্রাম্যমাণ আদালত ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নগরীর চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে চাল বিক্রেতাদের বাধার মুখে পড়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে তাদের বাধার কারণে ভ্রাম্যমাণ আদালত পুরোপুরি সম্পন্ন না করেই ফিরেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুরের আদালত।

চট্টগ্রাম: নগরীর চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে চাল বিক্রেতাদের বাধার মুখে পড়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে তাদের বাধার কারণে ভ্রাম্যমাণ আদালত পুরোপুরি সম্পন্ন না করেই ফিরেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুরের আদালত।

সূত্র জানায়, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিকেলে চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করছিল। অভিযানের শেষের দিকে একটি চালের দোকানে তারা আদালত পরিচালনা করছিল।

এ সময় চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের একজন তাকে সেখানে ঢুঁকতে নিষেধ করলে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। বিষয়টি শোনার পর পরেই চাল বিক্রেতারা ভ্রাম্যমাণ আদালতকে ঘিরে ফেলে বিক্ষুদ্ধ হয়ে উঠেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা র‌্যাবের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর আর আদালত পরিচালনা না করেই ফিরে আসে ভ্রাম্যমাণ আদালত।

তবে এর আগেই পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন না মানার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট  আবদুল্লাহ আল মনসুর বাংলানিউজকে বলেন, ‘সামান্য ঝামেলা হয়েছিল। চাল বিক্রেতারা অভিযানের এক পর্যায়ে আমাদের বাধা দিয়েছিল। তবে আমারা তাদের সঙ্গে কথা বলার পর তারা শান্ত হন। ’

তবে অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে এই ম্যাজিস্ট্রেট আরও বলেন, আমাদের সুষ্ঠুভাবে আমাদের আদালত পরিচালনা করেছি। পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।