চট্টগ্রাম: নগরীর চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে চাল বিক্রেতাদের বাধার মুখে পড়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে তাদের বাধার কারণে ভ্রাম্যমাণ আদালত পুরোপুরি সম্পন্ন না করেই ফিরেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুরের আদালত।
সূত্র জানায়, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিকেলে চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করছিল। অভিযানের শেষের দিকে একটি চালের দোকানে তারা আদালত পরিচালনা করছিল।
পরে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা র্যাবের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর আর আদালত পরিচালনা না করেই ফিরে আসে ভ্রাম্যমাণ আদালত।
তবে এর আগেই পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন না মানার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর বাংলানিউজকে বলেন, ‘সামান্য ঝামেলা হয়েছিল। চাল বিক্রেতারা অভিযানের এক পর্যায়ে আমাদের বাধা দিয়েছিল। তবে আমারা তাদের সঙ্গে কথা বলার পর তারা শান্ত হন। ’
তবে অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে এই ম্যাজিস্ট্রেট আরও বলেন, আমাদের সুষ্ঠুভাবে আমাদের আদালত পরিচালনা করেছি। পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি