ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মিথ্যা ঘোষণা

কুমিল্লা ইপিজেডের ক্যাট গার্মেন্টস’র চালান আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৭, ডিসেম্বর ২১, ২০১৬
কুমিল্লা ইপিজেডের ক্যাট গার্মেন্টস’র চালান আটক

বন্ড সুবিধার অপব্যবহার করে মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দরে পণ্য আনা একটি কন্টেইনার আটক করেছে চট্টগ্রাম কাস্টমস।  কুমিল্লা ইপিজেডে অবস্থিত ক্যাট গার্মেন্টস কোম্পানি লিমিটেড’র নামে কন্টেইনারটি আমদানি করা হয়েছিল।

চট্টগ্রাম: বন্ড সুবিধার অপব্যবহার করে মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দরে পণ্য আনা একটি কন্টেইনার আটক করেছে চট্টগ্রাম কাস্টমস।   কুমিল্লা ইপিজেডে অবস্থিত ক্যাট গার্মেন্টস কোম্পানি লিমিটেড’র নামে কন্টেইনারটি আমদানি করা হয়েছিল।

কাস্টমস সূত্রে জানা গেছে, ক্যাট গার্মেন্টস কোম্পানি লিমিটেড’র নামে আমদানি করা পণ্যের কন্টেইনার (ওয়াইএমএলইউ-৩১৩৬১৯১) চালানটি বন্দরে পৌঁছার পর গত ১১ ডিসেম্বর আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে বিল অফ এন্ট্রি (সি-২৩২৯৪৮) দাখিল করে সিএন্ডএফ প্রতিষ্ঠান খলিল ট্রেডার্স।

বিল অফ এন্ট্রি দাখিলের পর চালানটিতে ঘোষণা বহির্ভূত পণ্য রয়েছে এমন সংবাদের ভিত্তিতে চালানটির খালাস কার্যক্রম স্থগিত করে কাস্টমস কর্তৃপক্ষ।

পরে কন্টেইনারটি বন্দরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়।

কাস্টমসের এআইআর শাখা সূত্রে জানা গেছে, চালানের খালাস প্রক্রিয়া স্থগিত করে গত ১৮ ডিসেম্বর শতভাগ কায়িক পরীক্ষার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও সেদিন কায়িক পরীক্ষা করা সম্ভব হয়নি। বুধবার চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হবে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬

এমইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।