চট্টগ্রাম: ক ক্লাস্টারের চার স্কুলের ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় প্রকাশিত হবে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্ধারিত ওয়বেসাইট (www.chittagong.gov.bd) থেকে এ ফল জানতে পারবে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ক ক্লাস্টারের কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ও সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী ১ম দফার ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে ক ক্লাস্টারভূক্ত চারটি স্কুলের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের খাতা কাটা সম্পন্ন হয়েছে।
এর আগে বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ক ক্লাস্টারের ৫ম, ৭ম ও ৮ম শ্রেণির এবং দুপুর ২টা থেকে বেলা ৪টা পর্যন্ত ক ক্লাস্টারের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ম দফার পরীক্ষায় চার স্কুলের ৫৪৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
শুক্রবার (২৩ ডিসেম্বর) খ ক্লাস্টার এবং ২৬ ডিসেম্বর গ ক্লাস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এসবি/টিসি