ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার ইয়াবাসহ যুবক গ্রেফতার

নগরীতে ২০ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা ‍পুলিশ।রোববার (২৫ ডিসেম্বর) রাতে নগরীর পলোগ্রাউন্ড এলাকা থেকে আব্দুর রহমান ওরফে আমান (২০) ‍নামে ওই যুবককে আটক করা হয়।

চট্টগ্রাম: নগরীতে ২০ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা ‍পুলিশ। রোববার (২৫ ডিসেম্বর) রাতে নগরীর পলোগ্রাউন্ড এলাকা থেকে আব্দুর রহমান ওরফে আমান (২০) ‍নামে ওই যুবককে আটক করা হয়।

নগর পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমান কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরীতে বিক্রি করে। আমান কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সিকদার পাড়ার ফরিদ আলমের ছেলে।

কোতয়ালি থানায় আমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।