চট্টগ্রাম: প্রথমবারের মতো অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে ভোট দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে ৪ নম্বর ভোট কেন্দ্র নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন মেয়র নাছির।
এসময় চসিকের প্যানেল মেয়র জোবাইদা নার্গিস খান, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবও ভোটাধিকার প্রয়োগ করেন।
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২টি বুথে ১৬৩ জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর আগে সকাল ৯টা থেকে জেলা ও উপজেলার ১৫টি কেন্দ্রের ৩০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।
নির্বাচন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীভূক্ত সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ ২ হাজার ৫৪১ জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্রশাসক মো. আবদুস সালাম এবং সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
২১ পদের মধ্যে বাকি ১৪ সদস্য পদে ভোটগ্রহণ চলছে। এতে সাধারণ সদস্য পদে ৪৩ জন, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পাদনের লক্ষ্যে র্যাব-পুলিশের পাশাপাশি ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আইএসএ/টিসি