চট্টগ্রাম: উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে জেলা ও উপজেলার ১৫টি কেন্দ্রের ৩০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচনে নির্ধারিত ১৫ ওয়ার্ডে ২ হাজার ৫৪১ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ১৫ জন প্রিজাইডিং অফিসার, ৩০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬০ জন পোলিং অফিসার।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরীর একটিসহ জেলার ১৫টি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সামসুল আরেফিন বাংলানিউজকে জানান, ১৫টি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান পদে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
২১ পদের মধ্যে ১৪ সদস্য পদে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসবি/আইএসএ/টিসি