ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দিয়াজের বাসায় ময়নাতদন্তকারী চিকিৎসকরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
দিয়াজের বাসায় ময়নাতদন্তকারী চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক টিম দিয়াজের বাসায়

চট্টগ‌্রাম বিশ্ববিদ্যালয়: অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহের দ্বিতীয় ময়নাতদন্ত করা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক টিম তার বাসায় এসে পৌঁছেছেন।

রোববার ( ১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারা দিয়াজের বাসায় অাসেন।

ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প‌্রধান চিকিৎসক সোহেল মাহমুদের সাথে আরও সাতজন চিকিত্সক রয়েছেন।

এ সময় সিআইডির চট্টগ‌্রাম জোনের এএসপি অহিদুর রহমান ছাড়াও অাইন প‌্রয়োগকারী সংস্থা উপস্থিত অাছেন।

ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প‌্রধান চিকিৎসক সোহেল মাহমুদ দিয়াজের মরদেহ যেখান থেকে নামানো হয়েছে সেখানে খতিয়ে দেখছেন।

  ঘটনাস্থলে খাট ও ফ্যানের দূরত্বও নির্ণয় করছেন।

এরপর দিয়াজের ঝুলন্ত মরদেহ নামানোর সময় উপস্থিত থাকা ম্যাজিস্ট্রেট, হাটহাজারী থানার তদন্ত কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে তারা কথা বলবেন।

এর আগে ২৮ ডিসেম্বর দিয়াজের ময়নাতদন্তকারী তিন চিকিৎসক চট্টগ্রামে আসার কথা থাকলেও তা পিছিয়ে রোববার (১ জানুয়ারি) করা হয়।

গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুই নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।