ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সমন্বয় করে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের নির্দেশনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
সমন্বয় করে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের নির্দেশনা বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।  

চট্টগ্রাম: সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে নির্বাচন পরিচালনায় নিয়োজিতদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।  

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রামের ১৬টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী দায়িত্ব পাওয়া ৭৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ব্রিফিং সেশনে এ নির্দেশনা দেন।

>> নির্বাচনী দায়িত্বে মাঠে নামছে ৭৪ ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত ব্রিফিং সেশনে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক দীপক চক্রবর্ত্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ শহীদুল আলম।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক দীপক চক্রবর্ত্তী বাংলানিউজকে জানান, নগর কেন্দ্রিক ৬টি এবং জেলার ১০টি সংসদীয় আসনে ৭৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়ে দায়িত্ব পালন করবেন।

সেনাবাহিনী, বিজিবি এমনকি চাহিদা অনুযায়ী পুলিশের সঙ্গে প্রতিটি আসনে ৪-৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। আইন ও বিধি অনুযায়ী তাদের দায়িত্ব ও কর্তব্যগুলো সম্পর্কে আলোচনা ছাড়াও সুষ্ঠু, অংশগ্রহণমূলক একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন বিভাগীয় কমিশনার।  

সূত্র জানায়, কোনো ব্যক্তি নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করলে তাকে সর্বোচ্চ ৬ মাসের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। রাজনৈতিক দল নির্বাচনী আচরণ বিধিমালা  লঙ্ঘন করলে তাদেরও ৫০ হাজার টাকা জরিমানার বিধান আছে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।