ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কেইপিজেডে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ৪০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
কেইপিজেডে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ৪০ দুর্ঘটনাকবলিত বাসে বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: আনোয়ারার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় ৩ গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। এসময় আরও ৪০ জন আহত হন।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে নিহত গার্মেন্ট কর্মী মো. লতিফ (৫০) বরিশালের বাসিন্দা।

অপর দু’জন হলেন-আনোয়ারা উপজেলার সুলতানা রাজিয়া (৩৫) ও লোহাগাড়ার চুনতি সাতগড় এলাকার মো. সামশুল হুদার ছেলে মো. ইরফান (২৭)।

দুর্ঘটনায় আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন।                                             <div class=

ছবি: সোহেল সরওয়ার" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/bg20181229120130.jpg" style="margin:1px; width:100%" />আহতরা হলেন-উজ্জ্বল কান্তি দে (৩০), তানিয়া আক্তার (২৫), ইসপিকা চৌধুরী (২৬), জয়া (২৪), রমা চৌধুরী (২৫), রুমপি (২৮), নাহিদা (২২), পিয়াংকা (২৪), নুর জাহান (২৩), রহিমা (২৪), সাথী (১৯), কাউছার আক্তার (২০), শাখী (২০), তৌহিদুল (৩০), সুমন কান্তি দে (৩৫), নারগিস (২৫), লাভলী (১৮), মিতালি (৩০), রাজু বড়ুয়া (৩২), আইরিন (১৯), চেমন আরা (১৮), ইয়ামিন (১৮), শামীমা (২৪), উত্তম (৪৭), কাকলী (২২), রহিমা (২৩), মিনতি (৩৯), শুকলা (১৮), রুবি (৩০), রুবি আক্তার (২৫), তানিয়া (২০), আমিন (৩৩), বিশ্বজিৎ (৩৭), ফারুক (৪৯) এবং তৈয়বা সুলতানা (২০)।

দুর্ঘটনায় আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন।  ছবি: সোহেল সরওয়ারচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল বাংলানিউজকে বলেন, ‘কোরিয়ান ইপিজেডের ভেতরে সকাল ৮টার দিকে শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাস ও দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। ’

তিনি বলেন, তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে চমেক হাসপাতালে আনা হলে আরও দু’জন মারা যান। এ ঘটনায় আরও ৪০ জন আহত হন। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের স্বজনের কান্না।  ছবি: সোহেল সরওয়ারএদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা ওই বাসসহ তাদের বহনকারী তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় বলে জানান সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।