ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভোটকেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ভোটকেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি জামালখান খাস্তগীর সরকারি স্কুল কেন্দ্রে ইভিএম প্রস্তুত করছেন কর্মকর্তারা। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: রোববার (৩০ ডিসেম্বর) সকাল আটটায় শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট। ইতোমধ্যে চট্টগ্রামের ১ হাজার ৮৯৯টি কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। শেষ মুহূর্তে চলছে ভোটকেন্দ্রগুলোর কক্ষ গোছানোর প্রস্তুতি।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে নগরের একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের ডা. খাস্তগীর স্কুল কেন্দ্রে দেখা যায়, কেন্দ্রটিতে ভোটগ্রহণের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) স্থাপন করছেন।

কয়েকজন কর্মকর্তা গোপন কক্ষ স্থাপনসহ অন্য কাজগুলো সারছেন।

কর্মকর্তার জানিয়েছেন, ইভিএমে ভোট হওয়ায় কাগজপত্র অনেক কমে গেছে।

এখন খুব সহজে শেষ হবে ভোটগ্রহণ কার্যক্রম। এ ছাড়া গণনার ঝামেলাও নেই।

সকাল থেকে ভোটগ্রহণ সরঞ্জাম বিরতণ শুরু হয়। এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম থেকে নগরের ৬টি আসন ও উপজেলাগুলোর নির্বাচন অফিস থেকে জেলার ১০টি সংসদীয় আসনের কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওনা হন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। এখন অপেক্ষা ভোটগ্রহণের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনে ১১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসের চূড়ান্ত তালিকানুযায়ী, জেলায় বর্তমান ভোটার সংখ্যা ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ লাখ ১২ হাজার ৭৫ ও নারী ভোটার ২৭ লাখ ২৫ হাজার ৩৯০ জন।

২০১৪ সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের চট্টগ্রাম জেলায় ভোটার সংখ্যা ছিল ৪৯ লাখ ২২ হাজার ৪৭৭ জন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।