ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যেসব কেন্দ্রে ভোট দেবেন ধানের শীষের প্রার্থীরা

জমির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
যেসব কেন্দ্রে ভোট দেবেন ধানের শীষের প্রার্থীরা ...

চট্টগ্রাম: রাত পোহালেই ভোট উৎসব। রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামের ১৬ প্রার্থীর মধ্যে নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন ১৪ প্রার্থী। কারাগারে থাকায় দিতে পারবেন না ২ প্রার্থী।

এর মধ্যে রোববার সকালে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমান কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী সকালে নগরের উত্তর কাট্টলীর মুন্সিবাড়ি স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান সকাল ৮টায় চান্দগাঁও আবাসিক এলাকায় সিডিএ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বেলা ১১টায় চন্দনাইশ প্রি-প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার সকাল ৮টায় ফটিকছড়ির বাবুনগর বোর্ড স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সকালে হাটহাজারীর রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম সকালে পটিয়ার কৈয়াগ্রাম সরকারি প্রাথমকি বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদার সকালে স্থানীয় রাউজান কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।