ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে খুন নিহত সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট

চট্টগ্রাম: সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষে সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে।

সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড়ের ভুঁইয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাটকে বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে বাংলানিউজকে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ‘বিকেল ৪টার দিকে কলেজ রোড়ের ভুঁইয়া পাড়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। ’

মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ’

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।