সোমবার (১৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দেন।
এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের সহসভাপতি, সংসদ সদস্য আফসারুল আমিন, নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, বন ও গবেষণা সম্পাদক মসিউর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপ দপ্তর সম্পাদক জহরলাল হাজারী, কার্যকরী সদস্য মোহাম্মদ বেলাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মেয়র ভোরে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এআর/এসি/টিসি