সোমবার (১৬ ডিসেম্বর) পূর্বঘোষণা অনুযায়ী কর্ণফুলীর পাড়ে চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান সবার জন্য উন্মুক্ত রাখা হয়। নানা বয়সী মানুষ বিশেষ করে নারী, পুরুষ আর কিশোররা যুদ্ধজাহাজ দেখে খুশি হন।
মানুষের কৌতূহল আর প্রশ্নের জবাব দেন নৌবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা।
এ জাহাজে থাকার ব্যবস্থা আছে ১৭৮ জন অফিসার ও নৌসেনার। এ জাহাজে শক্তিশালী রাডার, নৌকামান, হেলিকপ্টারের হ্যাংগার রয়েছে। গ্যাস টারবাইন ও ডিজেল ইঞ্জিনে জাহাজটি চলে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার চট্টগ্রাম নৌ অঞ্চলে বাদ ফজর সব মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী বীর মুক্তিযাদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষে চট্টগ্রাম নৌ অঞ্চলের সব জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজসমূহে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এআর/টিসি