ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডা. আফছারুল আমিনকে জেএসসির ফল হস্তান্তর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ডা. আফছারুল আমিনকে জেএসসির ফল হস্তান্তর ডা. আফছারুল আমিনকে জেএসসির ফল হস্তান্তর

চট্টগ্রাম: শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আফছারুল আমিনের কাছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নগরের দেওয়ান হাট এলাকায় ডা. আফছারুল আমিনের কার্যালয়ে পরীক্ষার ফল হস্তান্তর করেন বোর্ডের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ সচিব মো. বেলাল হোসেন, উপ বিদ্যালয় পরিদর্শক মো. আবুল বাসার, সহকারী সচিব সম্পাতা তালুকদার।

জেএসসিতে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪১ জন শিক্ষার্থী।

১ হাজার ২৭৪টি বিদ্যালয়ের ২ লাখ ৮ হাজার ৯৬২ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৫ হাজার ৮৭১ জন। এরমধ্যে পাস করেছে ১ লাখ ৭০ হাজার ৭৩৪ জন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।