ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি, সড়কে র‌্যাবের টহল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি, সড়কে র‌্যাবের টহল মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে পুরো নগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি হোটেল, ক্লাব ও বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের তল্লাশি চলছে। এছাড়া টহল রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল থেকে নগরের জামালখান মোড়, কাজীর দেউড়ি মোড়, সিআরবি মোড়, গণিবেকারি মোড়, মেরিনার্স রোড, আইস ফ্যাক্টরি রোডসহ প্রায় ৩০টি স্পটে চেকপোস্ট বসায় সিএমপি।

এছাড়া নগরের পতেঙ্গা সৈকত, বোট ক্লাব, খুলশীসহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করেছে র‌্যাব।

এছাড়া সাদা পোশাকে র‌্যাব সদস্যরা নজরদারি করছে বলে জানিয়েছে র‌্যাব।

সড়কে র‌্যাবের টহল।                                             <div class=

ছবি: বাংলানিউজ" src="https://www.banglanews24.com/media/imgAll/2019December/bg/RAB-BG20191231191500.jpg" style="margin:1px; width:100%" />

সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বাংলানিউজকে বলেন, জামালখান মোড়, কাজীর দেউড়ি মোড়, সিআরবি মোড়, গণিবেকারি মোড়, মেরিনার্স রোড, আইস ফ্যাক্টরি রোডসহ প্রায় ৩০টি স্পটে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। হোটেল, ক্লাব ও বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান বাংলানিউজকে বলেন, পতেঙ্গা সৈকত, বোট ক্লাব, খুলশীসহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। নগরে র‌্যাবের আটটি টহল টিম কাজ করছে। এছাড়া সাদা পোশাকে র‌্যাব সদস্যরা নজরদারি করছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।