শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে হাটহাজারীর কাচারি সড়কের দিদার মার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক ফিরোজা বেগমের বাড়ি বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায়।
পরে পুলিশ ও ব্যবসায়ী নেতাদের খবর দেন দোকানের কর্মচারীরা। অবস্থা খারাপ দেখে ফিরোজার সঙ্গে থাকা দুই সহযোগী কৌশলে সটকে পড়েন। পরে পুলিশ ফিরোজাকে আটক করে থানায় নিয়ে যায়।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক ইউনুছ মিয়া বাংলানিউজকে বলেন, নকল স্বর্ণ বন্ধক রেখে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে এক নারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমএম/টিসি