ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নকল স্বর্ণ বন্ধক রাখতে গিয়ে ধরা খেলেন নারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
নকল স্বর্ণ বন্ধক রাখতে গিয়ে ধরা খেলেন নারী ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: হাটহাজারীতে নকল স্বর্ণ বন্ধক রাখতে গিয়ে পুলিশের হাতে ধরা খেলেন ফিরোজা বেগম (৫৫) নামে এক নারী।

শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে হাটহাজারীর কাচারি সড়কের দিদার মার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক ফিরোজা বেগমের বাড়ি বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায়।

জানা যায়, ফিরোজা নকল স্বর্ণ নিয়ে হাটহাজারীর বিভিন্ন স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক রাখার চেষ্টা করেন। দুপুরের দিকে ‘সন্ধ্যা গোল্ডেন ফ্যাশন’ নামে একটি দোকানে স্বর্ণ বন্ধক দিয়ে টাকা চাইলে দোকানের কর্মচারীর সন্দেহ হয়।

পরে পুলিশ ও ব্যবসায়ী নেতাদের খবর দেন দোকানের কর্মচারীরা। অবস্থা খারাপ দেখে ফিরোজার সঙ্গে থাকা দুই সহযোগী কৌশলে সটকে পড়েন। পরে পুলিশ ফিরোজাকে আটক করে থানায় নিয়ে যায়।

হাটহাজারী থানার উপ-পরিদর্শক ইউনুছ মিয়া বাংলানিউজকে বলেন, নকল স্বর্ণ বন্ধক রেখে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে এক নারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।