রোববার (৫ জানুয়ারি) দুপুর ১টা থেকে নির্বাচনী বহর নিয়ে প্রচারণা শুরু করেন নৌকা প্রতীকের এই প্রার্থী।
রৌফাবাদ স্টেশন থেকে প্রচারণা শুরু করে গাড়ি বহর নিয়ে রৌফাবাদ কলোনীতে প্রচারণা চালান তিনি।
পথসভায় দেওয়া বক্তব্যে মোছলেম উদ্দিন আহমদ বলেন, আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে হাজির হয়েছি। দেশের জনগণের কল্যাণের প্রতীক নৌকা, দেশের উন্নয়নের প্রতীক নৌকা। ১৩ জানুয়ারি নৌকা প্রতীকে আপনাদের ভোট প্রার্থনা করছি।
মোছলেম উদ্দিন বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। বিএনপির যিনি প্রার্থী তিনি এই এলাকার নন। আপনারা তাকে ভোট দিলেও আপনাদের কল্যাণে তিনি কাজ করবেন না।
মোছলেম উদ্দিন আহমদের সঙ্গে প্রচারণায় অংশ নেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, শ্রমিক লীগ নেতা শফর আলী, কাউন্সিলর মোবারক আলীসহ শতাধিক নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসকে/এসি/টিসি