ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, জানুয়ারি ৫, ২০২০
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম: আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজাম উদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

রোববার (০৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে আনোয়ারা থানাধীন কৈনপুরা লোকনাথ ধাম মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম আনোয়ারার চাতরী ইউনিয়নের শিকদার বাড়ি এলাকার বাসিন্দা।

জানা গেছে, লোকনাথ ধাম মন্দিরের টিনের চালার ওপর কাজ করছিল নিজাম। লোহার এঙ্গেল আগে থেকেই বিদ্যুতায়িত ছিল।

কাজ করার সময় হাতের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় নিজাম। পরে তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।