ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী আলম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী আলম গ্রেফতার মো. আলম প্রকাশ নাউক্কা আলম

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানাধীন সাবপাড়া নারায়ন কলোনি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ মো. আলম প্রকাশ নাউক্কা আলম (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি এলজি, একটি কার্তুজ ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার মো. আলম প্রকাশ নাউক্কা আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শরৎ নগর এলাকার আজগর আলীর ছেলে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বাংলানিউজকে বলেন, সদরঘাট থানার সাবপাড়া নারায়ন কলোনি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ মো. আলম প্রকাশ নাউক্কা আলম নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

তার কাছ থেকে একটি এলজি, একটি কার্তুজ ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মো. আলম প্রকাশ নাউক্কা আলম সদরঘাট এলাকার সন্ত্রাসী ও হারুন হত্যা মামলার আসামি আলমগীরের অনুসারী বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।