এদিকে বুধবার (০৮ জানুয়ারি) সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল নগর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে আসলেও শীতের তীব্রতা লক্ষ্য করা যায়।
নগরে বেশ কয়েক বছর ধরে রিকশা চালান আবুল হোসেন। বলছিলেন শীতের তীব্রতার কথা।
চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ বাংলানিউজকে বলেন, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মাঝ রাত থেকে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রী সেলসিয়াস। উত্তর ও উত্তর পশ্চিম দিক হতে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানান শেখ ফরিদ আহমেদ।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এমএম/এসি/টিসি