ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেলের জায়গায় অবৈধ বসতি, ৪৭৫ জনকে উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
রেলের জায়গায় অবৈধ বসতি, ৪৭৫ জনকে উচ্ছেদ রেলওয়ের উচ্ছেদ অভিযান। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের পাহাড়তলীর জোড় ডেবা এলাকায় রেলওয়ের দশমিক ৭৮ একর জায়গা উদ্ধার করে ৪৭৫ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছে রেলওয়ের পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ। রোববার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় পাহাড়তলীর জোড় ডেবা এলাকার আশপাশে সেমিপাকা, টিনশেড ও ঝুপড়ি মিলিয়ে ২১৫টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয় রেলওয়ের দশমিক ৭৮ একর জায়গা।

 

চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম বাংলানিউজকে এ অভিযান চলমান থাকবে বলে জানান।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।