ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবি’র বাসা থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, ডিসেম্বর ২৭, ২০২০
চবি’র বাসা থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি বাসা থেকে মো. সালাউদ্দিন (৩০) নামের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কর্মচারীদের ৫ তলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। হাটহাজারী পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

 

তিনি বলেন, মো. সালাউদ্দিন প্রকৌশল দফতরের পিয়ন ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে কর্মচারীদের ৫ তলা ভবনের ২য় তলা থেকে চেয়ারে বসা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি দুই থেকে আড়াই ঘণ্টা আগে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০।
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।