ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হোটেল সেন্ট মার্টিনের বার্ষিক সাধারণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
হোটেল সেন্ট মার্টিনের বার্ষিক সাধারণ সভা হোটেল সেন্ট মার্টিনের বার্ষিক সাধারণ সভা

চট্টগ্রাম: হোটেল সেন্ট মার্টিন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২০ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে হোটেলের কাকলী হলে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক এএসএম জাকির হোসেন মিজান। নির্বাহী পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সামসুল হুদা হিরু, কামরুল হাছান ও সুলতান মো. আলমগীর।

 

বক্তব্য দেন সাবেক পরিচালক নাসিমা বেগম, কামরুল হুদা আফরোজ, অ্যাডভোকেট সুলতান মো. অহিদ, ক্যাপ্টেন এমএ মালেক ও ইঞ্জিনিয়ার আসিফ ইসতিয়াক।  

সভায় ২০২০ অর্থবছরের আয়-ব্যয় হিসাব উপস্থাপন করা হয়। নিরীক্ষিত হিসাব সভায় অনুমোদিত হয়।  

উপস্থিত ছিলেন কোম্পানি অডিটর মো. নুরুল হুদা মন্সুরী এফসিএ, কোম্পানি অ্যাডভাইজার অ্যাডভোকেট মাহবুব রশিদ মন্সুরী ও কোম্পানি সচিব গোলাম সরওয়ার চৌধুরী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তাকে হোটেলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সম্মাননা স্মারক প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নাইম উদ্দিন, নগর আওয়ামী লীগেরর উপদেষ্টা মো. ইসহাক, মুক্তিযোদ্ধা সংসদ মহানগরের সাবেক কমান্ডার আবু সাঈদ সর্দার, মুক্তিযোদ্ধা সংসদ মহানগরের কমান্ডার মোজাফফর আহমদ, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সফর আলী, চট্টগ্রাম সিনিয়র্স ক্লাবের সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরী, সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।