ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবি’র কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, অক্টোবর ২১, ২০২১
চবি’র কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার চবি লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রশাসক পদ বাতিলসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনের ডাক দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্মকর্তা-কর্মচারীদের যৌথ সংগ্রাম পরিষদ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।  

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে সংগঠনটি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের উদ্যােগ নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।  

দাবিগুলো হলো- প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সব পদ থেকে শিক্ষকদের প্রত্যাহার।

কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি নির্বাচনী বোর্ড সভা বাস্তবায়ন। কর্মকর্তাদের ডিউ ডেইট সুবিধা আগের মতো বহাল রাখা। তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির নীতিমালা সংশোধন-সংযোজনসহ সময়োপযোগী করা। ওয়ারিশ সূত্রে চাকরি নিশ্চিতকরণ (বিশেষত যারা চাকরিরত অবস্থায় মারা যান) করতে বিগত ৩০ সেপ্টেম্বর ২০০২ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৯১তম সভার ৯(১) সিদ্ধান্ত বাস্তবায়ন।

এর আগে গত ৪ অক্টোবর পাঁচ দফা দাবিসহ রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দেয় কর্মকর্তা-কর্মচারী যৌথ সংগ্রাম পরিষদ। দাবি আদায়ে ১০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে কর্মবিরতিসহ চার দিনের আন্দোলনের ডাক দেয় সংগঠনটি।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।