ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডিবি পরিচয়ে ছিনতাই, পুলিশের হাতে ধরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
ডিবি পরিচয়ে ছিনতাই, পুলিশের হাতে ধরা ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নুরুল আবছারকে (৪৭) গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

রোববার (২৮ নভেম্বর) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে নগরের ওয়াসা মোড়ে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে আবছার অস্পষ্ট একটি আইডি কার্ড দেখিয়ে অটো রিকশাযাত্রী সাইফুরকে নামতে বলেন। এ সময় আবছার নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে মারধরের ভয় দেখিয়ে নগদ আট হাজার টাকা ও একটি স্যামস্যাং নোট-৮ মোবাইল ফোন ছিনতাই করে।

এ ঘটনায় ভুক্তভোগী সাইফুর রহমান কোতোয়ালী থানায় একটি মামলা করেন।

ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, আবছার নগরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে টার্গেট অনুযায়ী লোক পেলেই ডিবি পরিচয়ে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিত। তবে তিনি পুলিশের কাছে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে নগরের বায়েজিদ বোস্তামী থানায় একটি ও রাউজান থানায় দুটি মামলা আছে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।